Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার অন্তর্ভূক্ত হতে যা যা প্রয়োজনীয় কাগজপত্রাদি লাগবে।
বিস্তারিত

সকল কাগজপত্রাদি নিয়ে অনলাইনে আবেদন করতে হবে|

নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উক্ত কার্যক্রম চলবে। নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সঠিক কাগজপত্র যাচাই করে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ সম্পূর্ন করে প্রতিনিয়ত ডাটা আপলোড করা হয়ে।
 


নতুন ভোটার নিবন্ধন এর জন্য কাগজপত্র সংযুক্ত করুন*


১। অনলাইন আবেদন ফরম-২ ( নতুন ভোটার হওয়ার ফরম)

২। অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ও যাচাই কপি ।।

৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বিবাহিত ক্ষেত্রে স্বামীর NID ও 

    নিকাহনামার ফটোকপি সত্যায়িত)

৪। শিক্ষাগত যোগ্যতা (পি.ই.সি/জে.এস.সি/এস.এস.সি) সনদের । (যদি থাকে)

৫। পৌর কর/চৌকিদারী রশিদের ফটোকপি।

৬। বিদ্যুৎ বিলের কপি এবং রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।

৭। ইউপি চেয়ারম্যান কর্তৃক অনলাইন প্রত্যয়ন পত্র ও নাগরিকত্ব সনদ।

৮। ফরম ২ এর ৩৪ ও ৩৫ নং কলামে ভোটারের পরিচিত ব্যক্তির এনআইডি ও স্বাক্ষর এবং

     ৪০, ৪১ ও ৪২ নং কলামে (মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/মহিলা মেম্বার) এর

     এনআইডি ও সিলসহ স্বাক্ষর।

৯। প্রবাসীদের ভোটারের  ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসার ফটোকপি ।

১০। ব্লাড গ্রুপ প্রমাণের জন্য ডাক্তারী সনদ।

১১। বিবাহিত মহিলার ক্ষেত্রে নিকাহনামা


 

আবেদন জমা দেওয়ার সময় (সকাল ০৯.৩০ হতে দুপুর ০২.৩০ পর্যন্ত


প্রকাশের তারিখ
12/10/2023
আর্কাইভ তারিখ
07/05/2026