Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানান্তর/মাইগ্রেশন!
বিস্তারিত

নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার পত্র নং- ১৭.০০.০০০০.০২৬.৩২.০১৩.২৩-২৭১ তারিখ-১১/০৯/২০২৩ এর সূত্র মোতাবেক ভোটার স্থানান্তর/মাইগ্রেশন কার্যক্রম ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ হতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে  সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন শেষে পুনরায় চালু করা হবে। ইসি বাংলাদেশ।


*জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করার জন্য কাগজপত্র সংযুক্ত করুন*


১। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

২। মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র।

৩। পৌর কর/ইউনিয়ন চৌকিদারী ট্যাক্সের রশিদ।

৪। বিবাহের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নিকাহনামার ফটোকপি, অবিবাহিত হলে

    পিতা/মাতা/ভাই/বোন এর যে কোন একজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করুন।

৫। নাগরিকত্ব সনদ।

৬। বিদ্যুৎ বিলের কপি।

৭। জমির পর্চা/জমির দলিল। (পিতা/মাতা/ভাই/বোন স্থায়ীভাবে বসবাস না করলে) প্রযোজ্য ক্ষেত্রে।

৮। স্থানান্তর ফরমের অপর পৃষ্টায় আবেদনকারীর স্বাক্ষর এবং শনাক্তকারীর অংশে মেয়র/কাউন্সিলর/ 

    চেয়ারম্যান/মেম্বার কর্তৃক জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সিলসহ স্বাক্ষর করতে হবে।

৯। আবেদনকারীকে স্ব-শরীরে উপস্থিত পূর্বক আবেদন জমা করতে হবে।


আবেদন জমা দেওয়ার সময় (সকাল ০৯.৩০ হতে দুপুর ০২.৩০ পর্যন্ত

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/09/2023
আর্কাইভ তারিখ
01/02/2024